আমাজন এফিলিয়েট মার্কেটিং বিষয়ক প্রশ্ন উত্তর ( পর্ব ১)

001► Question from Irtiza Rahman
আসসালামু আলাইকুম ভাইয়া, Link Building এর ব্যাপারে একটু বললে খুশি হতাম। এই মুহূর্তে আমার পক্ষে PBN (Private Blog Networks) করা সম্ভব হচ্ছে না। একটু বিস্তারিত বললে সুবিধা হত। :)

001✔ Answered by Al-Amin Kabir
পিবিএন কেবল যে এক্সপেনসিভ তাইই নয়, এটি বেশ রিস্কিও। আমিও পিবিএন রেকমেন্ড করি না যদি লংটার্ম প্লান নিয়ে কেউ কাজ করে। পিবিএন ছাড়া সাইট র‍্যাংক করানোর জন্য আমি রেকমেন্ড করি খুবই 'লো কমপিটিটিভ' নিশ নিয়ে সাইট তৈরি করা। এতে আপনার খুব বেশি ব্যাকলিংক দরকার হবে না (ওয়েব টু, কনটেন্ট মার্কেটিং, বেসিক ব্যাকলিংকস ই এসব কিওয়ার্ডে একটি সাইটকে র‍্যাংক করানোর জন্য যথেষ্ঠ)।
খুব কম কমপিটিশনের অনেকগুলো কিওয়ার্ড নিয়ে একটি সাইটে কাজ করার মাধ্যমে আপনার প্রফিটেবিলিটি বাড়াতে পারেন।

আমার মান্থলি ৩ হাজার ডলার ইনকাম করছে এমনও সাইট রয়েছে যেখানে আমি কোন পিবিএন ব্যবহার করিনি। খুব ছোট নিশ নিয়ে শুরু করেছিলাম, এবং প্রতিনিয়ত নতুন নতুন পোস্ট করে গিয়েছি। গত ৪ মাস সাইটটিতে হাতও দেয়নি, অথচ আমাকে কন্টিনিউয়াস ইনকাম দিয়ে যাচ্ছে।
আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন :) 

+=================++=================+
002► Question from রিফাত নূর
ফ্রি মেথড এ প্রোডাক্ট প্রমোশন সম্পর্কে যানতে চাই। যেমন ফেইসবুক, পিনটারেস্ট or অন্য যে কোন মেথড। 

002✔ Answered by Al-Amin Kabir
আমাজন প্রোডাক্ট প্রমোশনের জন্য সবচেয়ে প্রফিটেবল এবং স্কেলেবল উপায় হচ্ছে সংশ্লিষ্ঠ বিষয়ে ওয়েবসাইট তৈরি করা এবং কনটেন্টের মাধ্যমে প্রোডাক্টের প্রমোশন করা।

এটি হতে পারে প্রোডাক্ট রিভিউ নিশ ওয়েবসাইট (যেমন: agreatshower.com - সাইটটির প্রতিমাসে ইনকাম ১০ হাজার ডলার, সম্প্রতি এটি বিক্রি হয়েছে ২ লাখ ডলারে), কিংবা কোন সমস্যা সমাধানের ওয়েবসাইট যেখানে আমাজনের বিভিন্ন পণ্য দিয়ে কোন ব্যবহারকারীর সমস্যা সমাধান করা হবে।

স্টেপ বাই স্টেপ DIY সাইটের মাধ্যমেও আমাজন প্রোডাক্ট প্রমোট করতে পারেন। যেমন:http://graywolfsurvival.com/66545/how-to-build-ultimate-25-pound-bug-bag/ পোস্টটিতে দেখানো হয়েছে কিভাবে লেখক বাগআউট ব্যাগ তৈরি করেছেন এবং অন্যরাও সেটি করতে পারে। সাইটটি আমাজন থেকে প্রতিমাসে ৬ থেকে ১২ হাজার ডলার আয় করে।

ওয়েবসাইটের মাধ্যমে আমাজন প্রোডাক্ট প্রমোশনও কিন্তু অনেকটাই ফ্রি, যদি আপনি নিজে কনটেন্ট ডেভেলপ করতে পারেন। আর না পারলে শুধু কনটেন্টের খরচটা আপনাকে দিতে হবে যদি অন্য কাউকে দিয়ে লিখিয়ে নেন।

আর যদি ওয়েবসাইট ছাড়াই প্যারাসাইটের মাধ্যমে আমাজন প্রোডাক্ট প্রোমোশন করতে চান তাহলে ইউটিউবই সেরা। আপনি রিভিউ, টপ প্রোডাক্ট এবং প্রবলেম সলভিং ভিডিও তৈরি করে (সহজ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে) সেগুলো আপলোড এবং ট্রাফিকের জন্য অপটিমাইজ করলেই হবে।

এ মেথডটা অনেক কার্যকরী এবং আমার ইউটিউবে বেশ কয়েকটি চ্যানেল রয়েছে যেখানে থেকে বেশ নিয়মিত ইনকাম আসে, যদিও এগুলোতে কাজ করেছি একবছরেরও বেশি আগে।

আরও স্পেসিফিক কোন প্রশ্ন থাকলে জানাবেন। উত্তর দিবো। :)

+=================++=================+
003► Question from Saifur Rahman Saif
আমি একদম নতুম।Amazon e acc ও নাই।আমি Amazon এর এফিলিয়েট এর কাজ করতে চাই।একদম জিরো থেকে কাজ শুরুর জন্পয দক্ষেপ গুলো আপনার থেকে পরামর্শ চাচ্ছি।যদি আপনার কোন ভিডিও থাকে নতুনদের জন্য তো ,সেটা পেলে ভাল হত।ধন্যবাদ Al-Amin Kabir vai

003✔ Answered by Al-Amin Kabir
আপনার প্রশ্নটিও অনেক ব্রড টপিকের। ভিডিওতে উত্তর দেয়া হবে।
In the meantime, আমাজনে অ্যাকাউন্ট খোলা নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম অনেক আগে। দেখতে পারেন: https://www.youtube.com/watch?v=wjUaMSQGhOA

+=================++=================+
 004 Question from Salim Emran
আমার প্রথম প্রশ্ন, আমাজনে HOT SELL Product কি?

004✔ Answered by Al-Amin Kabir
আমাজনে সব প্রোডাক্টই বিক্রি হয়। কি পরিমাণ বিক্রি হয় সেটি দেখার জন্য আমরা সবসময় উক্ত প্রোডাক্টের নাম্বার অব রিভিউয়ের উপর নির্ভর করি।

আন-অফিসিয়াল ডাটা অনুযায়ী, সাধারণত কোন প্রোডাক্টের যদি ১ টি রিভিউ থাকে, তাহলে ধরে নেয়া হয় উক্ত প্রোডাক্টটি ৫০০ জন ব্যক্তি কিনেছেন। সুতরাং ১০০ রিভিউ থাকলে ৫০,০০০ বা এর আশপাশের কোন পরিমাণে পণ্যটি বিক্রি হয়েছে ধরে নেয়া হয়।

যদিও ৫০০ বিক্রি-র বিপরীতে ১ রিভিউ আপাত দৃষ্টিতে অনেক কম মনে হচ্ছে, তবে সেলার ফোরামে পাওয়া তথ্য অনুসারে এটিই বাস্তবতা।

এখন আমাজনে হট-সেলিং প্রোডাক্ট কোনগুলো আপনি নিজেই আইডেনটিফাই করে নিতে পারবেন আশা করি।

এছাড়া এই লিংক থেকে (https://www.amazon.com/Best-Sellers/zgbs) আপনি ক্যাটেগরি ভিত্তিক আমাজন বেস্ট সেলিং, নিউ রিলিজ, টপ রেটেড, মুভারস এন্ড শেকারস প্রোডাক্ট সম্পর্কে তথ্য পাবেন। মার্কেট রিসার্সের আগে এই লিংকটা খুব ভাল করে দেখতে হবে।

আর কোন প্রশ্ন থাকলে জানান, উত্ত পেয়ে যাবেন :)

+=================++=================+ 
005► Question from Mahbub Osmane
 Please give some tips about how to increase sell and importance of back link for the niche site?

005✔ Answered by Al-Amin Kabir
সেল বাড়ানোর সবচেয়ে ভাল উপায় হচ্ছে কনভার্সন রেট অপটিমাইজেশন নিয়ে কাজ করা।

বেসিক রুলগুলো হল:
১. অ্যাফিলিয়েট লিংক স্টান্ডআউট করা
২. ক্লিকেবল এরিয়াগুলো বেশি বেশি অ্যাফিলিয়েট লিংক ইমপ্লিমেন্ট করা
৩. অ্যাফিলিয়েট টেক্সট কপিরাইটিং নিয়ে কাজ করা

কিভাবে বেশি কনভার্সন রেট পাওয়া যায় তা নিয়ে কয়েকদিন ধরে একটি ব্লগ পোস্ট লিখছি। আশা করছি এ সপ্তাহেই পোস্টটি লাইভ হবে, এবং একই সঙ্গে লিংকটি আপনাকে দিতে পারবো।

About Backlink:
 গুগলের ২০০ র‍্যাংকিং ফ্যাক্টরের মধ্যে ব্যাকলিংক রিলেটেড প্রচুর ফ্যাক্টর রয়েছে। নিশ সাইটকে র‍্যাংক করার জন্য তাই আমাদের ব্যাকলিংক দরকার হয়। তবে যদি খুব ছোট এবং লো কমপিটিটিভ মার্কেট টার্গেট করি তাহলে নাম্বার অব ব্যাকলিংক কম হলেও সাইটকে র‍্যাংক করানো সম্ভব।

আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আরও কোন প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। :)

+=================++=================+
006► Question from Mahhfuz Sumon
নতুনদের জন্য কিছু পরামর্শ দিবেন প্লিস

006✔ Answered by Al-Amin Kabir
জেনেরিক পরামর্শ হচ্ছে, বেশি বেশি পড়তে হবে :)
আর এই গ্রুপে মনের সব স্পেসিফিক প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে হবে।
আমাজন অ্যফিলিয়েট মার্কেটিং সম্পর্কে জানার জন্য nichepursuits.com, cloudliving.comএবং smartpassiveincome.com খুবই হেল্পফুল সাইট। এই ব্লগগুলোও নিয়মিত পড়তে হবে।

+=================++=================+
007► Question from Moon Rehman
নতুন হিসাবে কোন ধরনের প্রডাক্ট দিয়ে শুরু করলে ভাল ফল পাওয়া যায়?

007✔ Answered by Al-Amin Kabir
নতুনদের জন্য পরামর্শ হচ্ছে নিম্নোক্ত ক্যাটেগরিতে কাজ করার। এই ক্যাটেগরির প্রোডাক্টগুলো বেশিরভাগই এভারগ্রিন, কোন কমিশন বারডেইন নেই, ভাল কনভার্ট হয়।

* Home, Garden & Tools
* Beauty, Health & Grocery
* Toys, Kids & Baby
* Sports & Outdoors

অন্য ক্যাটেগরির প্রোডাক্টে কাজ করা যাবে না এমনটি কিন্তু নয়, তবে এই চারটি ক্যাটেগরি নিইবি ফ্রেন্ডলি..

আমাজনের সবগুলো ক্যাটেগরি এবং সাব ক্যাটেগরি দেখা যাবে এখান থেকে:

+=================++=================+
008► Question from Razu Md Shamsur
Link Building এর জন্য কোন resource or institution

008✔ Answered by Al-Amin Kabir
ভাই প্রশ্নটি অনেক ব্রড। আমি চেষ্টা করবো ধীরে ধীরে এ বিষয়ক রিসোর্স তৈরি করার।

নিশ সাইটের লিংক বিল্ডিং বিষয়ে জানতে আপনাকে নিচের লিংকগুলো বেশ হেল্প করবে:

আপনার আরও স্পেসিফিক প্রশ্ন থাকলে করতে পারেন।

+=================++=================+
009► Question from Muhibul Haque
ভাই আমার একটা নিশ সাইট কাজ না করার কারণে এক্সপায়ার হয়ে গেছে , গুগল এ সার্চ দিলে আমার সাইট এর লিংক আসে না , কিন্তু ফেসবুকে যে শেয়ার ছিল সেগুলু শো করে , archive . org থেকে কনটেন্ট গুলো নিয়ে ব্লগ স্পট এ পাবলিশ করে আর কিছু নতুন কনটেন্ট দিয়ে শুরু করা যাবে? কনটেন্ট গুলো রাইটার হায়ার করে লিখিয়ে ছিলাম । তাই কনটেন্ট গুলো আবার ইউজ করতে চাই , সেই সাথে এফিলিয়েট এর কাজটাও শুরু করতে চাই , তাই একটু সাজেস্ট করলে ভাল হয় :)

009✔ Answered by Al-Amin Kabir
আপনি আর্কাইভ থেকে কনটেন্টগুলো নিয়ে অবশ্যই কাজ করতে পারবেন। সেক্ষেত্রে কনটেন্টগুলো sites.google.com এ পাবলিশ করলে অনেক বেটার রেজাল্ট পাবেন।

sites.google.com সাবডোমেইনটির অলরেডি হিউব অথোরিটি রয়েছে, তাই এটি অন্যযেকোন ওয়েব ২.০ সাইটের চেয়ে ভাল র‍্যাংক করে।

আপনি আমাজনের কোন প্রোডাক্ট নেম দিয়ে সার্চ করলেই দেখতে পাবেন যে sites.google.comথেকে কোন না কোন রেজাল্ট আছেই।
 আপনার জন্য শুভ কামনা।

+=================++=================+
010► Question from Sohel Piash 
প্রডাক্ট যদি ওয়েবসাইট ছাড়া প্রডাক্ট প্রমোট করা যায় তাহলে কি কোন সমস্যা হবে । 

010✔ Answered by Al-Amin Kabir
অফলাইনে পড়া যায় এমন কোন মাধ্যমে আমাজন প্রোডাক্ট প্রমোট করা যাবে না (যেমন- ইমেইল, পিডিএফ ফাইল)..
এছাড়া যেকোন ভাবেই আপনি আমাজন প্রোডাক্ট প্রমোট করতে পারেন। তা সে আপনার ওয়েবসাইটের মাধ্যমে হোক কিংবা ইউটিউব ভিডিও/ফেইসুকের মাধ্যমে হোক।

আপনার অ্যাকাউন্টে কোন সমস্যা হবে না।

+=================++=================+
011► Question from Ariful Islam Þalash
কিভাবে প্রমোট করার জন্যে ভালো প্রোডাক্ট/ প্রোডাক্ট ক্যাটাগরি বাছাই করতে হয়?

011✔ Answered by Al-Amin Kabir
যদি প্রোডাক্ট নিজের ওয়েবসাইট (এবং এসইও-র মাধ্যমে ট্রাফিক ড্রাইভ করিয়ে) প্রমোট করতে চান তাহলে অবশ্যই কিওয়ার্ড রিসার্সের মাধ্যমে পণ্য নির্বাচন করতে হবে।

কিওয়ার্ড রিসার্সের জন্য নিচের রিসোর্সগুলো বেশ হেল্পফুল:

প্যাট ফ্লিনের এই ভিডিও থেকে অনেক কিছু শেখা যাবে: https://www.youtube.com/watch?v=cdr1b4J2EjM

আর ইউটিউবের মাধ্যমে কোন প্রোডাক্ট প্রমোট করার জন্য প্রোডাক্ট ট্রেন্ড বুঝতে হবে। যা আমাজন বেস্ট সেলার লিস্ট থেকে ধারণা নেয়া যাবে। একই সঙ্গে keywordtool.io থেকে ইউটিউব কিওয়ার্ড রিসার্স করে নিতে হবে।

আর কোন প্রশ্ন থাকলে করুন, উত্তর পেয়ে যাবেন।

+=================++=================+ 
012► Question from Shahin Ahmed
Thanks in advance, একটা সাব হেলথ নিস নিয়ে কাজ করতে চাই। কিন্তু প্রবলেম টা হচ্ছে সাব নিস নিয়ে ২০-২৫ টার বেশী আর্টিকেল আইডিয়া তৈরি করতে পারছি না। আমার কাছে ভালো আর্টিকেল রাইটার আছে। আর্টিকেল রাইট করার সময় কি কি বিষয় খেয়াল রাখতে হবে? প্রত্যেকটা আর্টিকেল লেন্থ কত ওয়ার্ড হলে ভালো হয়? তাকে কি বলব? যদি সাব হেলথ নিস রিলেটেড একটা example ওয়েবসাইট দেন অনেক খুশি হব। আর আপনার যদি কোন ভিডিও টিউটরিয়াল থাকে প্লিস লিঙ্ক টা দিবেন। 

012✔ Answered by Al-Amin Kabir
আপনি নতুন নতুন কনটেন্ট আইডিয়ার জন্য বিভিন্ন ফোরাম দেখতে পারেন। সংশ্লিষ্ঠ টপিকে ফেইসবুকে অনেকগুলো গ্রুপ পাবেন। খেয়াল করবেন যে গ্রুপে মেম্বাররা কোন ধরণের প্রশ্ন জিজ্ঞাসা করছে। সেই প্রশ্নের উপর ভিত্তি করে কনটেন্ট ডেভেলপ করবেন।

আর আমাজন প্রোডাক্ট রিভিউ কনটেন্ট লেখার জন্য আমি এই গাইডলাইনটি রেকমেন্ড করি:

+=================++=================+
013► Question from আতিকুর ইসলাম সোহেল
আল আমিন ভাই ধরেন আমি GSA Search Engine Ranker দিয়ে ২০কে ব্যাকলিংক করলাম পরে ব্যাড ব্যাকলিংক গুলো Disavow করে দিলাম তাতে কি কোন প্রব্লেম হবে সাইট এর র‍্যাংকিং এর।

013✔ Answered by Al-Amin Kabir
জিএসএ দিয়ে যে ব্যাকলিংক তৈরি হয় তা খুবই স্প্যামি এবং কোনভাবেই মানি সাইটে ব্যবহার করা ঠিক নয়। যেহেতু আমরা প্যাসিভ ইনকামের জন্য কাজ করি তাই অবশ্যই আমাদের উচিৎ স্প্যামি সব মেথড অ্যাভয়েট করা।

আর ডিজ্যাভো করলেই যে গুগল সেগুলোতে আর গুরুত্ব দিয়ে দেখবে না বিষয়টি এমন নয়। গুগলকে রিকোয়েস্ট করা মানেই গুগল সেটি মেনে নেবে এমনটিও নয়। সুতরাং ডিজ্যাভো কোনভাবেই ১০০% নিশ্চিত করে না স্প্যাম ব্যাকলিংকগুলোকে গুগল সাইট প্রোফাইল থেকে মুছে ফেলবে।
জিএসএ কেবল Tier 2, Tier 3, Tier 4 ব্যাকলিংকের জন্য ব্যবহার করা যেতে পারে।

+=================++=================+
014► Question from জনাব ইসলাম
Amazon এর অ্যাফিলিয়েট করার ক্ষেত্রে ফেইসবুক মার্কেটিং কতটা কাজে লাগে? আমি বলতে চাচ্ছি আমি যদি রিভিউ সাইট বানাই সে ক্ষেত্রে ফেইসবুক মার্কেটিং কি খুব বেশি দরকারি নাকি না হলেও চলবে এই রকম?

014✔ Answered by Al-Amin Kabir
ইনস্টান্ট ট্রাফিকের জন্য ফেইসবুক বেশ কার্যকরী। ইনফ্যাক্ট দ্রুত সেলস পাওয়ার সবচেয়ে ভাল উপায়।
তবে যেহেতু আমরা প্যাসিভ ইনকামের জন্য কাজ করি তাই ফেইসবুক সে হিসাবে মেইন ট্রাফিক সোর্স হিসাবে স্কেলেবল না। কারণ আপনি ফেইসবুকে কাজ করা বন্ধ করলে আপনার ট্রাফিকও বন্ধ হয়ে যাবে।

প্রাথমিকভাবে ফেইসবুকে কিছু প্রচার প্রচারণা করা যেতে পারে। এতে ট্রাফিকও আসবে, আর সার্চ র‍্যাংকিংয়েও কিছুটা বুস্ট পাওয়া যাবে (যেহেতু সোশ্যাল শেয়ার গুগলের অন্যতম র‍্যাংকিং ফ্যাক্টর)

তবে লং টার্ম প্যাসিভ ইনকামের জন্য ফেইসবুকের উপর ডিপেন্ড না করাই ভাল। গুগলের উপরই ডিপেন্ডেন্সি বাড়ানো উচিৎ। :)
আরও স্পেসিফিক কোন প্রশ্ন থাকলে করতে পারেন।




Comments