Skip to main content

Posts

Featured

আমাজন এফিলিয়েট মার্কেটিং বিষয়ক প্রশ্ন উত্তর ( পর্ব ১) 001►  Question from Irtiza Rahman আসসালামু আলাইকুম ভাইয়া, Link Building এর ব্যাপারে একটু বললে খুশি হতাম। এই মুহূর্তে আমার পক্ষে PBN (Private Blog Networks) করা সম্ভব হচ্ছে না। একটু বিস্তারিত বললে সুবিধা হত। :) 001✔  Answered by Al-Amin Kabir পিবিএন কেবল যে এক্সপেনসিভ তাইই নয়, এটি বেশ রিস্কিও। আমিও পিবিএন রেকমেন্ড করি না যদি লংটার্ম প্লান নিয়ে কেউ কাজ করে। পিবিএন ছাড়া সাইট র‍্যাংক করানোর জন্য আমি রেকমেন্ড করি খুবই 'লো কমপিটিটিভ' নিশ নিয়ে সাইট তৈরি করা। এতে আপনার খুব বেশি ব্যাকলিংক দরকার হবে না (ওয়েব টু, কনটেন্ট মার্কেটিং, বেসিক ব্যাকলিংকস ই এসব কিওয়ার্ডে একটি সাইটকে র‍্যাংক করানোর জন্য যথেষ্ঠ)। খুব কম কমপিটিশনের অনেকগুলো কিওয়ার্ড নিয়ে একটি সাইটে কাজ করার মাধ্যমে আপনার প্রফিটেবিলিটি বাড়াতে পারেন। আমার মান্থলি ৩ হাজার ডলার ইনকাম করছে এমনও সাইট রয়েছে যেখানে আমি কোন পিবিএন ব্যবহার করিনি। খুব ছোট নিশ নিয়ে শুরু করেছিলাম, এবং প্রতিনিয়ত নতুন নতুন পোস্ট করে গিয়েছি। গত ৪ মাস সাইটটিতে হাতও দেয়নি, অথচ আমাকে কন্টিনি

Latest Posts